ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত মোস্তাফিজুর রহমান টুটুল


​স্টাফ রিপোর্টারঃ (ঝিনাইদহ) মোঃ রবিউল ইসলাম, 

ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক (স্কাউট লিডার) নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান টুটুল। তিনি জেলার হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং হরিণাকুণ্ডু উপজেলা স্কাউটস লিডার হিসেবে দায়িত্বরত আছেন।
​স্কাউটিং আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে তাকে এই শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়। জানা গেছে, মেধা, শ্রম ও একনিষ্ঠার মাধ্যমে তিনি এ নিয়ে উপজেলা পর্যায়ে তিনবার এবং জেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করলেন।
​শিক্ষকতার পাশাপাশি মোস্তাফিজুর রহমান টুটুল বহুমুখী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত। তিনি সরকারের এটুআই (a2i) প্রকল্পের আওতায় শিক্ষা ক্ষেত্রে 'আইসিটি জেলা অ্যাম্বাসেডর' হিসেবে দীর্ঘদিন ধরে ডিজিটাল শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন। এছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও তার পদচারণা ও অবদান প্রশংসনীয়।
​তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্কাউট নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এক প্রতিক্রিয়ায় মোস্তাফিজুর রহমান টুটুল বলেন, "এই অর্জন আমার একার নয়, এটি সংশ্লিষ্ট সকলের অনুপ্রেরণার ফল। আমি আজীবন নিষ্ঠার সাথে দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।"
​শৈশব থেকেই স্কাউটিংয়ের আদর্শে দীক্ষিত এই শিক্ষক আগামীতেও ঝিনাইদহ জেলার স্কাউট আন্দোলনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে নিরলস কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য নেই: