পেট্রোল পাম্পকর্মী রিপন হত্যাকারীদের ফাঁসির দাবিতে গোয়ালন্দ মোড়ে মানববন্ধন


 রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে পেট্রোল পাম্পকর্মী রিপন সাহা (২৯) কে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রকাশ্যে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ। নিহত রিপন সাহা খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যানারে শহীদ আব্দুল গণি চত্বরে (ঢাকা-খুলনা মহাসড়কে) ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহমেদ কাশেম, শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ ওহিদুজ্জামান ওহিদ, গোয়ালন্দ মোড়ের তেল ব্যবসায়ী মোঃ লাল মিয়া শেখ, শহীদ ওহাবপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল দেওয়ান, গোলাম মহাসিন, জেলা ছাত্রদলের নেতা আবদুল্লাহ শেখ, শহীদ ওহাবপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা ফারুক শেখসহ আরও অনেকে। এ সময় সহস্রাধিক সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
 
বক্তারা বলেন, এ হত্যাকা- কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা আগামী ৯০ দিনের মধ্যে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করে অভিযুক্ত ঠিকাদার আবুল হাশেম সুজন ও ড্রাইভার কামাল হোসেন সরদারকে প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।
 
জানা গেছে, গত শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশন থেকে ৫ হাজার টাকার তেল নিয়ে টাকা পরিশোধ না করে পালানোর চেষ্টা করে। এ সময় পেট্রল পাম্পের ওয়েলম্যান রিপন সাহা টাকার জন্য দৌড়ে গাড়ীর সামনে গেলে তাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই পাম্প এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। পরে ওই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুড়ারিপুর এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল হাশেম সুজন রামকান্তপুর ইউনিয়নের বড় মুড়ারিপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে এবং তার গাড়িচালক কামাল হোসেন সরদার বানীবহ নিচপাড়ার আক্তার সরদারের ছেলে। ২০১৯ সালে স্বেচ্ছায় রাজবাড়ী জেলা যুবদলের সভাপতি পদ থেকে সাংবাদিক সম্মেলন করে ঠিকাদার আবুল হাসেম সুজন পদত্যাগ করেন।

 
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, গত শুক্রবার রাতেই নিহত রিপন সাহার ছোট ভাই প্রদীপ সাহা বাদী হয়ে দুইজনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা ও প্রতারনা মামলা দায়ের করেন। এ মামলার ২জন আসামী ঠিকাদার আবুল হাসেম সুজন ও তার ড্রাইভার কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়। এদের মধ্যে ড্রাইভার কামাল হোসেন সরদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে।

কোন মন্তব্য নেই: