আজ দিনাজপুর এর হিলি ট্রেন ট্রাজেডি দিবস


 উপজেলাঃ হাকিমপুর (দিনাজপুর) কায়সার আলীঃ

আজ হিলি ট্রেন ট্রাজেটি দিবস( ১৩ জানুয়ারি ১৯৯৫)হাকিমপুর দিনাজপুর।৩১ তম বার্ষিকী এই দিনে হিলি রেল স্টেশনে এক মর্মান্তিক রেল দুর্ঘটনা হয় সরকারি হিসাব মতে ২৭ জন নিহত হয় এবং দুই শতাধিক উপরে মানুষ আহত হয়। এই দিনটি হিলিবাসী গভীর শোকের মাধ্যমে হিলি ট্রাজেটি দিবস পালন করেন।

হিলি রেলওয়ে স্টেশন কার্যালয় ও প্রত্যক্ষদর্শীরা জানান ১৯৯৫সালে ১৩ই জানুয়ারি রাত ৯টায় দিকে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা একটি লোকান ট্রেন হিলি রেল স্টেশনে দাঁড়িয়ে ছিল। ঠিক বিপরীত দিক থেকে আসা খুলনা গামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ ঘটে।

হঠাৎ বিকট শব্দ হয়ে স্টেশন কেঁপে ওঠে লোকাল ইঞ্জিন সহ ট্রেনটির তিনটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

শব্দ শুনে স্থানীয় জনগণ প্রশাসন আসলে উদ্ধার কাজ শুরু করেন।স সরকারিভাবে ২৭ জন নিহত স্থানীয়দের নিহতদের সংখ্যা আরো বেশি হতে পারে। 

রেলওয়ে একতা ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু বলেন নিহতদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হবে।

কোন মন্তব্য নেই: