কিশোরগঞ্জ জেলা পুলিশের ওপেন হাউস ডে : করিমগঞ্জে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়


স্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জঃ মোঃ জোনায়েদ হোসেন জুয়েল 

জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং নাগরিক সমস্যার তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে করিমগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায় থানার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা।

মুক্ত আলোচনা পর্বে পুলিশ সুপার মহোদয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পুলিশি সেবার মান নিয়ে উপস্থিত নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন উত্থাপিত হলে তিনি বলেন,



“গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য, আর সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বাত্মকভাবে প্রস্তুত।”

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতাই পুলিশের কার্যক্রমকে শক্তিশালী করে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে পুলিশ জনগণের পাশেই থাকবে।

এ সময় এলাকাবাসী মাদক, চাঁদাবাজি, দুষ্কৃতকারীদের তৎপরতা, পুলিশি সেবা এবং ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় সেসব বিষয় মনোযোগসহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কিশোরগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ওপেন হাউস ডে আয়োজনের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির।

কোন মন্তব্য নেই: