৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া: দিনাজপুরে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ফুলবাড়ীর সাদাব হোসেন সাবির


 ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: মো: আফজাল হোসেন,

তৃণমূল পর্যায় থেকে উঠে আসা প্রতিভার দ্যুতি ছড়ালো ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায়। দিনাজপুর জেলা পর্যায়ে অনুষ্ঠিত ব্যাডমিন্টন ইভেন্টে বালক এককে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাদাব হোসেন সাবির।
২০২৬ সালের এই জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের চূড়ান্ত খেলাটি দিনাজপুর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে জেলার বিভিন্ন উপজেলার সেরা খেলোয়াড়দের পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সাবির।
খেলার শুরু থেকেই সাদাব হোসেন সাবির তার ক্ষিপ্রতা এবং কৌশলগত দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেন। ফাইনালে তীব্র লড়াইয়ের পর প্রতিপক্ষকে হারিয়ে তিনি বিজয়ের মুকুট ছিনিয়ে নেন। সাবিরের এই সাফল্যে ফুলবাড়ী উপজেলা ক্রীড়াঙ্গনসহ তার শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
এ বিষয়ে গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষকগণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "সাবির শুধু আমাদের স্কুলের গর্ব নয়, সে পুরো ফুলবাড়ী উপজেলার নাম উজ্জ্বল করেছে। তার এই পরিশ্রম ও একাগ্রতা আগামীতে তাকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য এনে দেবে বলে আমরা বিশ্বাস করি।"
বিজয় অর্জনের পর এক প্রতিক্রিয়ায় সাদাব হোসেন সাবির বলেন, "এই সাফল্য আমার একার নয়; আমার শিক্ষক, কোচ এবং পরিবারের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না। আমার লক্ষ্য এখন বিভাগীয় পর্যায়ে ভালো খেলে জাতীয় পর্যায়ে দিনাজপুরের হয়ে গৌরব বয়ে আনা।"
উল্লেখ্য, ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে এই ইভেন্টগুলো আয়োজন করা হচ্ছে। জেলা চ্যাম্পিয়ন হিসেবে সাবির এখন বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলেন। ফুলবাড়ীর বিভিন্ন ক্রীড়া সংগঠন ও স্থানীয় সচেতন মহল এই উদীয়মান শাটলারকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


কোন মন্তব্য নেই: