আল হালাল ফাউন্ডেশন কিশোরগঞ্জের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদস্যদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জঃ জুনায়েদ হোসেন জুয়েল
একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদস্যদের মিলনমেলা ও মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায়, কিশোরগঞ্জ সদরস্থ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আল হালাল ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোঃ আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, বড় বাজার,৷
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে জনাব মোঃ আলহাজ্ব আবু তাহের মিয়া উপস্থিত থাকতে না পারায় তার পরিবর্তে জনাব রুহুল আমিন প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে আল হালাল ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোবারক হোসেন সুমন প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এবং
আহবায়ক, নিরাপদ সড়ক চাই (নিসচা), কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা।
সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম (বকুল মিয়া), চপসেরা আল হালাল ফাউন্ডেশন ও প্রোপাইটর, ইফতি ফার্নিচার মার্ট।
অনুষ্ঠানের অভ্যর্থনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন আল হালাল ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ আশিকুর রহমান তানভীর। তিনি সংগঠনের ৫ বছরের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন।
মতবিনিময় সভায় বক্তারা আল হালাল ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানটি মিলনমেলা, সৌহার্দ্য ও আন্তরিকতার মাধ্যমে একটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি স্মরণীয় হয়ে ওঠে।

কোন মন্তব্য নেই: