নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়তে রাজশাহীতে বিএনপির জনসমাবেশ: ২৯ জানুয়ারি আসছেন তারেক রহমান


 ব্যুরো প্রধানঃ রাজশাহী বিভাগ 

অপু দাস, 


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে অংশ নিতে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপিরছ্য চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে রাজশাহী মহানগরীসহ আশপাশের জেলা ও উপজেলাগুলোতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা দেখা গেছে।

রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওলিউল হক রানা। তিনি জানান, প্রাথমিকভাবে তারেক রহমানের রাজশাহীতে আগমনের তারিখ ২৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন এনে ২৯ জানুয়ারি তারিখ চূড়ান্ত করা হয়। জনসমাবেশ সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রথমে ২৮ জানুয়ারি জনসভা আয়োজনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত জানানো হয়েছিল। পরে কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশনায় সফরসূচি সংশোধন করা হয়।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে রাজশাহী ছাড়াও নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন। সমাবেশ সফল করতে ইউনিয়ন, ওয়ার্ড ও থানা পর্যায়ে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ এবং গণসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত বলেন, দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান রাজশাহীর জনসভা থেকে বিএনপির নির্বাচনী অঙ্গীকার, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন। তাঁর বক্তব্য দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৯ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জনসমাবেশে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেবেন।

রাজশাহীতে কর্মসূচি শেষে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর কর্মসূচি শেষ করে তিনি পরবর্তীতে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন বলে সংশ্লিষ্ট দলীয় সূত্র জানিয়েছে।

কোন মন্তব্য নেই: