মহাকালের সমাপ্তি উপলক্ষে কালিহাতীতে দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আপোষহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলের কালিহাতীতে দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোখদম আলী মাস্টার এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সামসুল আলম ফকির, সদস্য সচিব, বাংড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা লুৎফর রহমান মতিন। তিনি তার বক্তব্যে বলেন,

বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ও নেতৃত্ব অনুসরণ করেই বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি বাদলুর রহমান খান বাদল, মহর আলী—সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক, কালিহাতী উপজেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান, নারান্দিয়া ইউনিয়ন; কারানির্যাতিত পেশাজীবী নেতা ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কো-চেয়ারম্যান প্রফেসর একেএম আব্দুল আউয়াল; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ-এর সাবেক সভাপতি এস এম এ খালিদ,মোজাম্মেল হক হিরো সাবেক যুগ্ম সম্পাদক কালিহাতী উপজেলা বিএনপি, রফিকুল ইসলাম (রফিক) সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালিহাতী উপজেলা যুবদল,ফিরোজ মিয়া সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদলসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: