জনসম্পর্ক জোরদারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওপেন হাউজ ডে
স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জঃ মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক, পেশাজীবী, ছাত্র ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র ও যুব সংগঠন, ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল হক। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে উপস্থিতদের মতামত গ্রহণ করা হয়।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন,
“জনগণই পুলিশের মূল শক্তি। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগেই নিরাপদ সমাজ গড়া সম্ভব।”
তিনি আরও বলেন, সমাজে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা অপরিহার্য।
মুক্ত আলোচনায় পুলিশ সুপার উপস্থিত নাগরিকদের কাছে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সন্ত্রাসী কার্যক্রম ও পুলিশি হয়রানি সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে মতামত জানতে চান। স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরলে তিনি মনোযোগসহকারে তা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শেষে পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ওপেন হাউজ ডে’র মতো আয়োজনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে।

কোন মন্তব্য নেই: