ইফতার মাহফিলে রোজার ফজিলত ও ইসলামী সমাজ গঠনের আহ্বান

0


মাজহারুল ইসলাম নাঈম

প্রতিনিধিঃ মুরাদনগর



পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) পরমতলা ঈদগাহ জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন জামায়াতের সূরা সদস্য ও ৬ নং ওয়ার্ডের আমীর এম আল-আমীন এর সভাপতিত্বে এবং ধামঘর ইউনিয়নের আমীর মাওলানা খন্দকার আব্দুল আউয়ালের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী।


প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার আমীর মাওলানা আবু নছর মোহাম্মদ ইলইয়াছ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইউছুফ সোহেল। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মুরাদনগর দক্ষিণ এর সভাপতি মাসুদ রানা, পরমতলা ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জাকারিয়া, মাদ্রাসা শিক্ষক হাফেক নাছির উদ্দীন, মাওলানা আব্দুল হান্নান, পরমতলা ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক আনিছ, ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম এবং ৬ নং ওয়ার্ড জামায়াতের অনান্য নেতৃবৃন্দ। 


বক্তারা মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা হয় এবং তিনিই এর প্রতিদান দেবেন। তারা ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি কোরআনসম্মত সমাজ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


ইফতার মাহফিলে প্রায় ছয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। সমাপ্তিতে মাওলানা জাকারিয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)