সুজাত মোল্লা
প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ)বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বসন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশিকুর রহমান মিজান এর নেত্বতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিজ্জামান হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটুয়ারি, ছাত্রদল নেতা কেএম কাউসার মীর,স্বেচ্ছাসেবক দলনেতা শামীম শেখ,ইসরাত নাহার মায়া, লিজু কানম, দীপ্ত, মাজিয়া বসন্তপুর ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে ধর্শকদের বিরুদ্ধে বক্তব্য রাখেন ।
বক্তারা সারা দেশে নারী নির্যাতন,ধর্ষণ ও সহিংসতার দ্রুত বিচার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।