Top News

মার্কিন আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়েই দেবে ইয়েমেন

 


ইয়েমেন মার্কিন হামলার জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের কার্গো জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা।



সোমবার (১৭ মার্চ) বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) রাতে এক টেলিভিশন ভাষণে হুতি নেতা আবদুলমালিক আল-হুতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।


ভাষণে তিনি বলেন, ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে লাখো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ র‍্যালির আয়োজন করা হবে। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, যেন তারা এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে।



হুতি নেতা বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর হামলা চালায়, তবে আমরা পাল্টা প্রতিরোধ করব। মার্কিন আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়েই দেওয়া হবে।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হামলায় ইয়েমেনে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন।



হুতিদের দাবি, ইসরায়েলি জাহাজের ওপর নতুন করে হামলার হুমকি দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র তাদের ওপর এই হামলা চালিয়েছে। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে হুতিরা আর কোনো ইসরায়েলি জাহাজে হামলা চালায়নি।



ভাষণে হুতি নেতা আরও বলেন, এই আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্র অবরোধের মুখে পড়বে। আমরা শত্রুর বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করব।



ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোর ওপর হামলা শুরু করে। এর ফলে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপরিবহন ব্যাহত হয়।



উল্লেখ্য, বৈশ্বিক বাণিজ্যিক নৌপরিবহনের ১২ শতাংশ লোহিত সাগর দিয়ে চলাচল করে। হুতিদের সাম্প্রতিক হুমকির কারণে এ অঞ্চলে নিরাপত্তা সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন