পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নে গরিব, অসহায় ও দুস্থ ৩৭২০ জন পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
দুইদিন ব্যাপী ৩ নং তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মুনজুর রাশেদ ও তাহেরহুদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ বদরউদ্দিন মেল্লা এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব দুস্থ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে। এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন