Top News

ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন


 ভোলার বোরহানউদ্দিনে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে বোরহানউদ্দিন উপশাখার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক।


এ সময় এনআরবিসি ব্যাংকের বরিশাল ও খুলনা জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম, বাংলা বাজার শাখার ম্যানেজার মো. শহিদুল হক, ভোলা উপশাখার ইনচার্জ মোহাম্মদ আরিফুল হক, বোরহানউদ্দিন উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলামিন এবং বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সারাদেশে ব্যাংকিং সেবা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এরইমধ্যে ব্যাংকটি সারাদেশে ১০৯টি শাখাসহ দেড় হাজারেরও বেশি স্থান থেকে সব ধরনের ব্যাংকিং সেবা দিচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন