Top News

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, লুটপাটের অভিযোগ

 

রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর টাকা লুটের অভিযোগ উঠেছে। নিহত সালমা বেগম (২৫) সৌদি আরব প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী।


মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা তার মরদেহ ঘরের খাটের ওপর পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল এবং তার দেহ কাঁথা দিয়ে ঢাকা ছিল। এ সময় তার সাত বছর বয়সী ছেলে সাদিক ও পাঁচ বছর বয়সী মেয়ে সিনহা পাশে বসে ছিল।


নিহতের শাশুড়ি লতা বেগম জানান, ঈদের দিন রাতে সালমা দুই সন্তান নিয়ে ঘুমাতে যান। সকালে ঘরের দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান তিনি। দরজা খুলে ভেতরে ঢুকে সালমাকে মৃত অবস্থায় পান।


সালমার ছেলে সাদিক জানায়, রাতে মুখোশধারী তিনজন ঘরে প্রবেশ করে, যাদের মধ্যে একজনের নাম হিমায়েত। ঢাকায় থাকার সময় তাদের পরিবারের সঙ্গে হিমায়েতের পরিচয় ছিল বলে সে জানায়। তবে পরিবারের অন্য কোনো সদস্য হিমায়েতকে চেনেন না।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Post a Comment

নবীনতর পূর্বতন