![]() |
নিজস্ব প্রতিবেদক |
শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের শুরুতেই মাইকে আসেন মাওলানা আজহারী। লাখ লাখ বিশৃঙ্খল জনতাকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় মিজানুর রহমান আজহারী স্লোগান তোলেন। 'ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই'- এই স্লোগানে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যান।
আজহারী বলেন, 'ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কুদ্দুস, আল কুদুস, জিন্দাবাদ জিন্দাবাদ।'
শুরুতেই তিনি বলেন, 'আসসালামু আলাইকুম, আমাকে শান্ত করার জন্য বলা হয়েছে, আপনারা কী শান্ত হবেন, না অশান্ত হয়ে যাবেন? মার্চ করতে গিয়ে লাথি গুঁতা সব খেয়েছি, তারপরও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে গণ জমায়েতে জনতার মহা সমুদ্রে উপস্থিত হয়ে বুঝতে পেরেছি, আজকের এই মহাসমুদ্র, গণসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। এই গণসমুদ্র প্রমাণ করে, আমাদের একজনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন।'এর আগে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টাটাসে মিজানুর রহমান আজহারী বলেন, 'আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধ রচনা করবে ইনশাআল্লাহ।'
এর আগে এদিন সকালে সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, 'মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি মার্চ ফর গাজার পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।'
একটি মন্তব্য পোস্ট করুন