Top News

ফিলিস্তিনি শিশুর প্রতীকী লাশ নিয়ে প্রতিবাদ

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঢোল বাজিয়ে ফিলিস্তিনি শিশুর প্রতীকী লাশ নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।


শনিবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে শিল্পকলা একাডেমির সামনের রাস্তায় একদল তরুণকে ব্যক্তিক্রমী এই প্রতিবাদ করতে দেখা যায়।সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের ভিড় মৎস্য ভবন ছাড়িয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত এসে পড়ে। শিল্পকলা একাডেমির সামনের রাস্তায় দেখা যায়, একদল তরুণ ভ্যানের ওপর ঢোল বাজিয়ে ফিলিস্তিনি শিশুর প্রতীকী লাশ নিয়ে প্রতিবাদ করছেন।


এ সময় তারা ঢোলের বাজনার তালে তালে ফিলিস্তিনকে মুক্ত করার ও ইসরায়েল ধ্বংসের স্লোগান দেন। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে ফেরার পথে অনেকেই ওই তরুণদের সঙ্গে গলা মিলিয়ে স্লোগান দেন।


ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শনিবার ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ব্যানারে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজিত হয়। দল-মত নির্বিশেষে এই কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নেন।


বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
 

Post a Comment

নবীনতর পূর্বতন