Top News

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযানে মাদক কারবারি গ্রেফতার ০১


 ময়মনসিংহ জেলা প্রতিনিধি: মকবুল হোসেন

ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক এক অভিযানে আজ ২৯জুন রবিবার দুপুরে ময়মনসিংহ নগরীর ১৯ নং ওয়ার্ড বলাশপুর আবাসন প্রকল্প নদীর পাড় এলাকার চিন্তিত মাদক ব্যবসায়ী রুহুল পিতা আব্দুল হাই বাবুর্চি কে গ্রেফতার করা হয়েছে । জানাগেছে রুহুল ও তার স্ত্রী পলি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইয়াবা ব্যাবসা করে আসছে । তাদের মাদক ব্যাবসা কে ঘিরে পত্রিকায় একাধিক বার খবরও প্রকাশ হয়েছে ।


তাদের রয়েছে সন্ত্রাসী মাস্তান বাহিনী যার ফলে স্থানীয় এলাকা বাসী ইচ্ছে থাকা সত্বেও কেউ কোন প্রকার মুখ খুলতে বা প্রতিবাদ করতে সাহস পায়না। এই মাদক ব্যাবসায়ী কে ইতিপূর্বে বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছে । রুহুলের স্ত্রী পলিও একজন মাদক ব্যাবসায়ী তাকে কেউ কিছু জিজ্ঞেস বাদ করলে প্রতি উত্তরে বলে একটি এনজিওতে চাকরি করে মানুষের কাছে প্রচার করে অথচ স্বামী রুহুলের ইয়াবা ব্যাবসা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে । তাছাড়া রুহুল ও তার স্ত্রী পলির মাদক ব্যাবসার বিরুদ্ধে কোন সাংবাদিক পত্রিকায় বা ফেইস বুকে পুলিশের হস্তক্ষেপ কামনা করে লিখলেই পলি সাংবাদিকএর বিরুদ্ধে আপত্তি কর কথা বলে থাকে।

Post a Comment

নবীনতর পূর্বতন