Top News

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসির বিরুদ্ধে মানববন্ধন!!



 কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ


কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটনের বিরুদ্ধে মানববন্ধন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী ৷জানা যায় আজ রোজ রবিবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ রেলষ্টেশানে ভিতরে ভুক্তভোগী দ্বীনইসলাম ও এলাকাবাসীর উদ্যোগে ওসি লিটনের বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করা হয়৷উক্ত মানবনন্ধনটি কিশোরগঞ্জ রেলষ্টেশনে ভিতর বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন৷মানবন্ধনে বক্তব্য রাখেন এলাকার বিভিন্ন লোকজন তাদের মধ্যে ছিলেন দেলোয়ার হোসেন দুলাল,ফারুক,মোঃসুমন ,দুখু মিয়া,ইকরাম,মোফাসির হোসেন সহ আরও অনেকেই৷বক্তব্যে একটি বিষয় জোর দাবি জানান হয় তাহল ওসি লিটনের অপসারন৷ওসি লিটনের বিরুদ্ধে মানবন্ধনে আরও বলা হয় দুর্নীতিবাজ ওসি রেললাইনের দুইপাশে মাদকের সিন্ডিকেট চালিয়ে আসছে ও টিকেট কালোবাজারি কাছে মাসিক চাঁদা দেন৷এছাড়াও জি.আর.পি. থানার পুলিশ বিনা টিকেটে কাউন্টারের সামনে থেকে লোকজন নিয়ে গাড়িতে তুলে৷ ভুক্তভোগী দীনইসলাম বলেন আমার নিজস্ব সম্পত্তিতে গাছ কাটলে ওসি লিটন আমার কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নেন৷তাছাড়াও আমাদের মামলার ভয়ভীতি দেখানো হয়৷এই বিষয়ে আরও জানা যায় বিগত ১৭-৬-২৫ইং তারিখে দীনইসলাম তার রেললাইন পাশে বাড়ি নিজ জায়গা গাছ কাটার পর নিয়ে যাওয়া সময় কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ বাধা দেয়৷পরবর্তীতে ভুক্তভোগীকে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় ডেকে এনে দীর্ঘক্ষণ আটকিয়ে রাখার অভিযোগ হয়েছে৷ভুক্তভোগী থানায় আটকিয়ে রাখার পর ওসি লিটনকে ৫হাজার টাকা ঘুষ দিয়ে মুক্তি পান৷

Post a Comment

নবীনতর পূর্বতন