সিয়ামুর রশিদ, স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” — এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে শুরু হয়েছে মুক্ত চিন্তা যুব সেবা সংঘ-এর আয়োজনে সপ্তাহব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি।
শিক্ষার্থীদের মাঠে ফিরিয়ে আনার প্রয়াস
আয়োজকদের মতে, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে অনলাইন গেমস ও ভার্চুয়াল আসক্তি বেড়ে যাওয়ায় শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য তাদের মাঠের খেলায় ফিরিয়ে আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
মুক্ত চিন্তা যুব সেবা সংঘের প্রতিনিধিরা বলেন—
> “আমরা চাই তরুণ প্রজন্ম মাঠে সময় কাটাক, খেলাধুলায় মনোযোগী হোক। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সুস্থ দেহ ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।”
কর্মসূচির বিশেষ অতিথি
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ন ইন লাইফ-এর প্রোজেক্ট কোঅর্ডিনেটর আব্দুল জব্বার, বিকাশ-এর নির্বাহী পরিচালক নুরুল হক এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন। তারা মনে করেন, খেলাধুলার সুযোগ তৈরি হলে তরুণরা সহজেই অনলাইন আসক্তি থেকে দূরে থাকবে।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানায়। তারা জানায়, মাঠের খেলায় অংশ নেওয়ার মাধ্যমে একদিকে যেমন শরীর সুস্থ থাকবে, অন্যদিকে পড়াশোনার চাপও সহনীয় হবে।
ভবিষ্যতের লক্ষ্য
আয়োজকরা জানান, এ কর্মসূচি শুধু দিনাজপুরে সীমাবদ্ধ থাকবে না; ধাপে ধাপে অন্যান্য উপজেলাতেও এ কার্যক্রম চালানো হবে। উদ্দেশ্য হলো—একটি সুস্থ, মাদকমুক্ত এবং ক্রীড়ামুখী তরুণ প্রজন্ম গড়ে তোলা।
উপসংহার
কর্মসূচির আয়োজকদের ভাষায়—
> “উচ্ছ্বসিত শিক্ষার্থীরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমেই আমরা চাই একটি সুস্থ-সবল ও মাদকমুক্ত সমাজ।”
একটি মন্তব্য পোস্ট করুন