বেগম খালেদা জিয়া'র রূহের মাগফিরাত কামনায় কাঁচপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে দোয়া মাহফিল


বিশেষ প্রতিনিধিঃ কাউছার পাটোওয়ারী 


সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।    
 সোমবার (১২ জানুয়ারি) সোনারগাঁও উপজেলার কাচপুর ইউনিয়ন পিএনপি ও সহযেগী অংঙ্গ সংঘঠনের আয়োজনে সোনাপুর ঈদগাহ মাঠে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
 নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কাচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কাচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান এবং সাংগঠনিক সম্পাদক পীর মোহাম্মদ পীরু।
এছাড়াও বিএনপি নেতা শামীম হক, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক দীন ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক শাহআলম প্রধান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোসমত আলি ও সাধারণ সম্পাদক জসিমউদ্দীন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: