চিরিরবন্দরে ইটবোঝাই টলির ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর


 স্টাফ রিপোর্টার, দিনাজপুরঃ সিয়ামুর রশিদ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) উপজেলার বিন্যাকুড়ি–বেলতলী সড়কের ‘ক্লাব’ এলাকায় দ্রুতগামী ইটবোঝাই একটি টলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী প্রাণ হারান। নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
ঘটনার পরপরই ইটবোঝাই টলির চালক গাড়িটি রেখে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে অংশ নেন এবং যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন,
“এই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত নিয়ন্ত্রণ না নিলে এমন ঘটনা আরও বাড়বে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই: