বড়াইগ্রামে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা আরম্ভ করেছে বিএনপি



জেলা প্রতিনিধিঃ নাটোর

মোঃ সৈকত হোসেন 



নাটোরের বড়াইগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এক বিশাল গণমিছিল ও পথসভার মাধ্যমে এই নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী গণমিছিলে অংশগ্রহণ করে। 

মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং উপজেলা নির্বাচন কমিটির উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক এম লুৎফর রহমান, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আলী আকবর, জামাল উদ্দিন আলী, আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, আব্দুল আলীম, বনপাড়া পৌর সদস্য সচিব এবিএম ইকবাল হোসেন রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। 

এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল পর্যায়ে প্রচারণার মাধ্যমে ধানের শীষে ভোট চাইতে হবে। তারা বলেন, সতের বছর ধান চাষ করেছি, এখন ফসল ঘরে তোলার সময়।

কোন মন্তব্য নেই: