কুয়ালালামপুরে তরুণ নেতৃত্ব ও প্রযুক্তি উন্নয়নে নতুন জোট


মালেশিয়া প্রতিনিধিঃ মোঃ রফিকুল ইসলাম 

মালয়েশিয়ায় বসবাসরত এবং আন্তর্জাতিক পরিসরে কাজ করা তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বাংলাদেশভিত্তিক ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট) এবং আন্তর্জাতিক সংগঠন ইয়ুথ হাব তরুণদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে।
শনিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দুই সংগঠনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার তরুণদের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং উদ্যোক্তা দক্ষতায় প্রস্তুত করা।
ইউনেটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মাদ আলতামিশ নাবিল বলেন,
“বিশ্ব এখন দ্রুত বদলে যাচ্ছে। আমাদের তরুণদের শুধু ডিগ্রি নয়, বাস্তবমুখী প্রযুক্তি ও নেতৃত্ব দক্ষতায় প্রস্তুত করতে হবে।”
অন্যদিকে ইয়ুথ হাবের সহ-প্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার জানান, এই অংশীদারত্বের মাধ্যমে কোডিং, আইওটি, এসটিইএএম শিক্ষা এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে যৌথ কর্মসূচি চালু করা হবে।
এই চুক্তির আওতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, প্রযুক্তি ক্যাম্প, হ্যাকাথন এবং আন্তর্জাতিক সার্টিফিকেশন প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশি ও প্রবাসী তরুণদের জন্য আন্তর্জাতিক কর্মবাজারে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং মালয়েশিয়াকে একটি আঞ্চলিক ইয়ুথ ইনোভেশন হাবে রূপ দিতে সহায়ক হবে।

কোন মন্তব্য নেই: