সিরাজগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।


 জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ 

মোঃ জাহিদুল হক


মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি'র আয়োজনে আজ সোমবার 

১৯ জানুয়ারি সন্ধ্যায় পৌর ভাসানী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র বিপ্লবী সাধারণ সম্পাদক জনতার মেয়র জননেতা সাইদুর রহমান বাচ্চু।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,ভিপি অমর কৃষ্ণদাস, রাশেদুল হাসান রঞ্জন ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, যুবদল ,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অনন্য রাষ্ট্রনায়ক, যিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

কোন মন্তব্য নেই: