হরিণাকুণ্ডুতে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
মোঃ রবিউল ইসলাম,
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় উৎসবমুখর পরিবেশে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন ও অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা শিক্ষা অফিসার মোহা: আব্দুল বারী এবং শিশুকলি বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সহকারী শিক্ষক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, রিপোর্টার্স ইউনিটি হরিণাকুণ্ডু শাখার সভাপতি মুখলেছুর রহমান লাড্ডু, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম এবং অভিভাবক মাহাবুব রশিদ।
দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের এমন আয়োজনের প্রশংসা করেন।

কোন মন্তব্য নেই: