ভিজিট ভিসার অপব্যবহার রোধে কড়াকড়ি বাড়াচ্ছে মালয়েশিয়া


মালেশিয়া প্রতিনিধিঃ মোঃ রফিকুল ইসলাম


মালয়েশিয়ায় ভিজিট বা পর্যটন ভিসা ব্যবহার করে অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিচ্ছে দেশটির সরকার। অভিবাসন আইন কার্যকর করতে নতুন করে নজরদারি ও অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ এসেছে—অনেক বিদেশি নাগরিক পর্যটক হিসেবে দেশে প্রবেশ করে অনুমোদন ছাড়াই বিভিন্ন খাতে কাজে যুক্ত হচ্ছেন। এতে দেশের শ্রমবাজারে অসামঞ্জস্য তৈরি হচ্ছে এবং বৈধভাবে কর্মরত শ্রমিকদের সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই প্রেক্ষাপটে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইমিগ্রেশন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে মাঠে নামানো হবে। কর্মস্থল, আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত তল্লাশি চালিয়ে ভিসার শর্ত মানা হচ্ছে কি না, তা যাচাই করা হবে।
যাদের বিরুদ্ধে ভিসা লঙ্ঘনের প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে জরিমানা, আটক ও নিজ দেশে ফেরত পাঠানোর মতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে বিদেশি শ্রমবাজারে শৃঙ্খলা ফিরবে এবং অবৈধ কর্মসংস্থানের সুযোগ কমে আসবে।

কোন মন্তব্য নেই: