উপজেলা প্রতিনিধিঃ হাতিয়া (নোয়াখালী) মাহিদুল ইসলাম হিমেল,
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ ছাত্রদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল করেছে। কোস্ট গার্ড পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ছাত্রদল নেতাকে ফাঁসিয়েছে—এমন অভিযোগ তুলে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি হাতিয়ার আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সুপার মার্কেট এলাকায় এসে শেষ হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাতিয়ায় কোস্ট গার্ড ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ টু’ পরিচালনা করে হাতিয়া ছাত্রদল নেতা রুবেলকে অস্ত্রসহ গ্রেফতার করে। এ ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে উপজেলা পরিষদের বিপরীত পাশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় পৌর বিএনপির নেতা ইলিয়াস হোসেন অভিযোগ করে বলেন, এই ঘটনার সঙ্গে কোস্ট গার্ড ও এমসিপি নেতা হান্নান মাসুদ জড়িত রয়েছেন। তিনি দাবি করেন, হান্নান মাসুদ কোস্ট গার্ডকে পাঁচ লক্ষ টাকা দিয়ে ছাত্রদলের দুই কর্মীকে অস্ত্র দিয়ে সাজিয়ে গ্রেফতার করানোর নির্দেশ দিয়েছেন।
নেতাকর্মীরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং ছাত্রদল নেতার নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
৫ লাখ টাকার বিনিময়ে ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ: হাতিয়ায় উত্তাল রাজপথ, তদন্তের দাবি
Reviewed by
দৈনিক নিউজ বাংলাদেশ
on
জানুয়ারি ১৬, ২০২৬
Rating:
5
কোন মন্তব্য নেই: