পূর্ব কাঠালীতে গভীর রাতে জুয়া খেলার সময় ৫ জুয়াড়ি গ্রেপ্তার
আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধিঃ
গতকাল গভীর রাতে পূর্ব কাঠালী এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ডাবু, ফরগুটি, বিছানা এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে জুয়াড়িদের হাতেনাতে আটক করা হয়। পরে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই: