জনগণের অংশগ্রহণে ভৈরব থানায় ওপেন হাউজ ডে আয়োজন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে ভৈরব থানা প্রাঙ্গণে বুধবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) মোহাম্মদ ফয়জুল ইসলাম।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত নাগরিকরা এলাকার নিরাপত্তা, পুলিশি সেবা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি উল্লেখ করেন, জনগণের সহযোগিতাকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
এছাড়া মাদকদ্রব্যের বিস্তার, চাঁদাবাজি, দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য কিংবা অপ্রয়োজনীয় হয়রানির বিষয়ে সরাসরি মতামত জানানোর সুযোগ পান সাধারণ মানুষ। তাদের অভিযোগ ও পরামর্শ মনোযোগের সঙ্গে গ্রহণ করে পুলিশ সুপার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দ। তিনি বলেন, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব এবং এ ধরনের আয়োজন পুলিশের প্রতি জনআস্থা বৃদ্ধিতে সহায়ক।
পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আয়োজিত ওপেন হাউজ ডে ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই: