রাজধানীর বারিধারায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাজশাহী মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার রাতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য ও চারদলীয় জোটের অন্যতম নেতা পার্থ রাজশাহীর নেতাদের সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের করণীয় নিয়ে আলোচনা করেন। নেতাদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরদার জুয়েল, মহানগর সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ, যুগ্ম আহ্বায়ক সোহাগ খান, সদস্য সানোয়ার হোসেন রাজন, মহানগর যুবসংহতির আহ্বায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ, সদস্য সচিব দুলাল খান ও বিজেপি নেতা শামসুজ্জামান বারী।
বিজেপির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব জুয়েল আসিফ দলের রাজশাহী সাংগঠনিক কার্যক্রমকে তদারকির পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক দুলাল খান, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।