উখিয়া, কক্সবাজার প্রতিনিধিঃ জাহেদ আলম (সাগর)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড’–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুর কামাল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, সহানুভূতি এবং সাম্যবোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমরা সবাই মিলে দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই—এই হোক আমাদের অঙ্গীকার।"
তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। ঈদের এই মহামিলনের সময়ে আমরা যেন পরিবেশবান্ধব জীবনযাপন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাই।”
পরিশেষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের কামনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন